Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ২ হাজার ৫৮২ জন

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ২২:০৬ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ০০:০০

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ ও গণভোটে মনোনয়নপত্র দাখিলের শেষে দিনে, ৩০০টি সংসদীয় আসনের বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ২ হাজার ৫৮২ জন সম্ভাব্য প্রার্থী। এর বিপরীতে মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছিল ৩ হাজার ৪০৭টি।

সোমবার ২৯ ডিসেম্বর রাতে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক গণমাধমকে এই তথ্য জানান।

অঞ্চলভিত্তিক মনোনয়নপত্র দাখিলের চিত্র
পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি মনোনয়নপত্র দাখিল হয়েছে ঢাকা অঞ্চলে। এখানকার ৪১টি নির্বাচনী এলাকার বিপরীতে ৪৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে, সবচেয়ে কম মনোনয়নপত্র জমা পড়েছে ফরিদপুর অঞ্চলে, ১৫টি আসনের বিপরীতে দাখিলকারীর সংখ্যা মাত্র ১৪২ জন।

বিজ্ঞাপন

অঞ্চলভেদে মনোনয়নপত্র দাখিলের পরিসংখ্যান:

ঢাকা: ৪৪৪ জন (৪১টি আসন)

কুমিল্লা: ৩৬৫ জন (৩৫টি আসন)

ময়মনসিংহ: ৩১১ জন (৩৮টি আসন)

রংপুর: ২৭৮ জন (৩৩টি আসন)

খুলনা: ২৭৬ জন (৩৬টি আসন)

রাজশাহী: ২৬০ জন (৩৯টি আসন)

চট্টগ্রাম: ১৯৪ জন (২৩টি আসন)

বরিশাল: ১৬৬ জন (২১টি আসন)

সিলেট: ১৪৬ জন (১৯টি আসন)

ফরিদপুর: ১৪২ জন (১৫টি আসন)

সারাদেশের চিত্র

নির্বাচন কমিশনের তথ্যমতে, দেশের ১০টি অঞ্চলের অধীনে ৬৪টি জেলায় মোট ৩০০টি সংসদীয় আসন রয়েছে। এই আসনগুলোর জন্য মনোনয়নপত্র গ্রহণের সংখ্যা ছিল ৩ হাজার ৪০৭টি এবং দাখিলকৃত মনোনয়নের সংখ্যাও ২ হাজার ৫৮২ জনটি।

নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর