ঢাকা: মুসা বিন শমসেরকে বলা হয় বাংলাদেশের অন্যতম শীর্ষ ধনকুবের। দুর্নীতি দমন কমিশনে (দুদক) দেয়া হিসাব অনুযায়ী যার সম্পদের পরিমাণ প্রায় এক লাখ কোটি টাকা। অথচ সেই ধনকুবেরের ছেলে ববি হাজ্জাজের নিজের নামে নেই কোনো জমি, বাড়ি কিংবা অ্যাপার্টমেন্ট। তবে স্ত্রীর নামে রয়েছে ১২০ ভরি স্বর্ণ।
আসন্ন জাতীয় সংসদ ও গণভোটে ঢাকা-১৩ আসন থেকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ববি হাজ্জাজ। সোমবার (মনোনয়নপত্র জমার শেষ দিন) রাজধানীর আগারগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলীর কাছে আবেদনপত্র জমা দেওয়ার সময় দাখিলকৃত হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।
হলফনামার তথ্য অনুযায়ী, আয় ও নগদ সম্পদ: ববি হাজ্জাজের বর্তমানে নগদ ১ কোটি ৫৬ লাখ ৯৩ হাজার ৮৭২ টাকা রয়েছে। তার বার্ষিক আয়ের প্রধান উৎস পেশা ও শেয়ার বাজার। পেশা থেকে তিনি বছরে ২৭ লাখ ৫৫ হাজার ৫২৯ টাকা এবং শেয়ার থেকে ৮৯ হাজার ৮৯৫ টাকা আয় করেন। এছাড়া একটি যৌথ ব্যবসা থেকে বছরে তার আয় ৬ লাখ ৯০ হাজার ৩৬৯ টাকা।
ব্যাংক জমা ও বিনিয়োগ: ব্যাংকে জমার ক্ষেত্রে নিজের চেয়ে স্ত্রীর সম্পদের পরিমাণ বেশি দেখিয়েছেন ববি। তার নামে ব্যাংকে ৪ লাখ ৬৫ হাজার ৫৭৯ টাকা জমা থাকলেও তার স্ত্রীর নামে রয়েছে ১৪ লাখ ৫০ হাজার ৮৪৫ টাকা। ববির নিজের কোনো সঞ্চয়পত্র বা স্থায়ী আমানত না থাকলেও স্ত্রীর নামে ১২ লাখ টাকার বিনিয়োগ রয়েছে।
স্বর্ণ ও অন্যান্য সম্পদ: বিত্তশালী পরিবারের সন্তান হলেও ববি হাজ্জাজের নিজের নামে কোনো কৃষিজমি, দালান বা অ্যাপার্টমেন্ট নেই। তবে তার একটি ব্যক্তিগত গাড়ি রয়েছে, যার মূল্য হলফনামায় উল্লেখ করা হয়নি। স্বর্ণালঙ্কারের ঘরে ববি নিজের নামে ৩৫ ভরি এবং স্ত্রীর নামে ১২০ ভরি সোনা থাকার কথা উল্লেখ করেছেন।
প্রসঙ্গত, মুসা বিন শমসেরের পুত্র ববি হাজ্জাজ এনডিএম-এর প্রতিষ্ঠাতা হিসেবে রাজনীতিতে পরিচিত মুখ। তিনি এবার বিএনপি সমর্থিত জোটের প্রার্থী হিসেবে ঢাকা-১৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।