Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উৎসবের আমেজে চট্টগ্রামে ১৪৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ২২:৫২

উৎসবের আমেজে চট্টগ্রামে বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: মনোনয়ন পত্র জমাদানের শেষদিনে সম্ভাব্য প্রার্থী ও সমর্থকদের পদচারণায় উৎসবমুখর হয়ে উঠেছিল বন্দরনগরী। চট্টগ্রামের মোট ১৬টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ১৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী যেমন আছেন, স্বতন্ত্র হিসেবেও অনেকে আছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকেই তিন রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সম্ভাব্য প্রার্থীদের আনাগোনা শুরু হয়। আবার কোনো কোনো প্রার্থী উপজেলা পর্যায়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েও মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বিজ্ঞাপন

মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের কেউ কেউ বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে গেছেন, কেউ গাড়িবহরও নিয়েছেন। মনোনয়নপত্র দাখিলে পাঁচজনের বেশি উপস্থিত না হওয়ার নির্দেশনা থাকলেও বেশিরভাগ প্রার্থীকেই সেটা মানতে দেখা যায়নি। তবে মনোনয়ন পত্র দাখিলকে ঘিরে চট্টগ্রাম নগরী ও জেলা থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গত দুইদিন ধরে মনোনয়ন পত্র দাখিলের পর্ব ছিল পুরোপুরি শান্তিপূর্ণ।

তিন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসন মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ২৩১ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, এনসিপি, সিপিবি, বাসদ, ইসলামী ফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র মিলিয়ে ১৪৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

চট্টগ্রাম-১ আসন

চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বিএনপির নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতের সাইফুর রহমানসহ ১০ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

চট্টগ্রাম-২ আসন

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির সরওয়ার আলমগীর, জামায়াতের নুরুল আমিনসহ ৯ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

চট্টগ্রাম-৩ আসন

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির মোস্তফা কামাল পাশা, জামায়াতের আলাউদ্দিন শিকদারসহ ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

চট্টগ্রাম-৪ আসন

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগরীর আংশিক) আসনে বিএনপির আসলাম চৌধুরী, জামায়াতের আনোয়ার ছিদ্দিক, সিপিবির মো. মছিউদ্দৌলাসহ ১০ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

চট্টগ্রাম-৫ আসন

চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও নগরীর আংশিক) আসনে বিএনপির মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জাতীয় পার্টির একাংশের সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ, খেলাফত মজলিসের নাসির উদ্দিন মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মতি উল্লাহ নূরী এবং স্বতন্ত্র শাকিলা ফারজানাসহ ১০ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

চট্টগ্রাম-৬ আসন

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির মনোনয়নের চিঠি পাওয়া দুই সম্ভাব্য প্রার্থী গোলাম আকবর খোন্দকার ও গিয়াসউদ্দিন কাদের চৌধুরীসহ ৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

চট্টগ্রাম-৭ আসন

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির হুম্মাম কাদের চৌধুরী, জামায়াতের আমিরুজ্জামান, সিপিবির প্রমোদ বড়ুয়াসহ ৯ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

চট্টগ্রাম-৮ আসন

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও নগরীর একাংশ) আসনে বিএনপির এরশাদ উল্লাহ, জামায়াতের ডা. নাছির উদ্দিন, সিপিবির সেহাব উদ্দীন সাইফু, এনসিপির জোবাইরুল ইসলাম আরিফ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

চট্টগ্রাম-৯ আসন

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে বিএনপির আবু সুফিয়ান, জামায়াতের ডা. একেএম ফজলুল হক, বাসদ (মার্কসবাদী) শফি উদ্দিন কবির আবিদ, নাগরিক ঐক্যের নুরুল আফছার মজুমদার, গণসংহতি আন্দোলনের হাসান মারুফ রুমীসহ ১২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

চট্টগ্রাম-১০ আসন

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, খুলশী ও হালিশহর) আসনে বিএনপির সাঈদ আল নোমান, জামায়াতের শামসুজ্জামান হেলালী, বাসদ(মার্কসবাদী) আসমা আক্তার, জাতীয় পার্টির এমদাদ হোসাইন চৌধুরীসহ ১১ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

চট্টগ্রাম-১১ আসন

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির আমীর খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতের শফিউল আলম, বাসদ(মার্কসবাদী) দীপা মজুমদার, বাসদের আল কাদেরী জয়সহ ১২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

চট্টগ্রাম-১২ আসন

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপির এনামুল হক এনাম, জামায়াতের মো. লোকমানসহ ১১ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

চট্টগ্রাম-১৩ আসন

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির সরোয়ার জামাল নিজাম, জামায়াতের মাহমুদুল হাসানসহ ৯ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

চট্টগ্রাম-১৪ আসন

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনে বিএনপির জসিম উদ্দিন আহমেদ, এলডিপির ওমর ফারুকসহ ৯ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

চট্টগ্রাম-১৫ আসন

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতের শাহজাহান চৌধুরী, বিএনপির নাজমুল মোস্তফা আমিনসহ ৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

চট্টগ্রাম-১৬ আসন

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপির মিশকাতুল ইসলাম চৌধুরী, জামায়াতের জহিরুল ইসলাম, স্বতন্ত্র হিসেবে বিএনপি নেতা লেয়াকত আলীসহ ৯ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর