Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে ১৬ জনের মনোনায়নপত্র জমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ২২:৫৭

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ১৬ জন প্রার্থী, তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনই অধিকাংশ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ উপজেলা) আসনে ছয়জন, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা) আসনে পাঁচজন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর উপজেলা) আসনে পাঁচজন মনোনয়ন পত্র জমা দেন।

জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী শাহাজাহান মিঞা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কেরামত আলী, জাতীয় পার্টির প্রার্থী আফজাল হোসেন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী নবাব মো: শামসুল হোদা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মনিরুল ইসলাম।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে যারা মনোনয়ন জমা দিয়েছেন, তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী আমিনুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মিজানুর রহমান, জাতীয় পার্টির প্রার্থী খুরশিদ আলম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী সাদেকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইব্রাহিম খলিল।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হারুনুর রশীদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নূরুল ইসলাম বুলবুল, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির প্রার্থী ফজলুর ইসলাম খাঁন, গণঅধিকার পরিষদ জিওপির প্রার্থী শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মনিরুল ইসলাম।

জেলা নির্বাচন কর্মকর্তা আজাদুল হেলাল জানান, চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে ২১ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন, এরমধ্যে ১৬ জন নির্ধারিত সময়ের মধ্যে মনোয়নপত্র জমা দিয়েছেন।

সারাবাংলা/জিজি