Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে ৪টি আসনে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ২৩:৪১

কুড়িগ্রাম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের মতো কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনেও মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার (আজ) স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরের পর থেকে বিকেল ৫টা পর্যন্ত কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের কাছে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

এদিন মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসেন কায়াকোবাদ, জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যক্ষ নুর বখতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা।

বিজ্ঞাপন

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম-১ আসনে ৬ জন, কুড়িগ্রাম-২ আসনে ৯ জন, কুড়িগ্রাম-৩ আসনে ৭ জন এবং কুড়িগ্রাম-৪ আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সব মিলিয়ে চারটি আসনে মোট ৩০ জন প্রার্থী নির্বাচনি প্রতিযোগিতায় অংশ নিতে মনোনয়ন দাখিল করেছেন।

মনোনয়নপত্র জমাদানের সময় প্রার্থীদের সঙ্গে তাদের নিজ নিজ দলের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক কার্যালয় ও আশপাশের এলাকায় এদিন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর