Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে ৬টি আসনে অর্ধশত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ২৩:৫১

রংপুর: রংপুরের ছয়টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, এনসিপি, ইসলামী আন্দোলন, বাসদ ও স্বতন্ত্রসহ অর্ধশতাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান জানান, ৬১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, যার বেশিরভাগই আজ জমা দিয়েছেন।

রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনে মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, বিএনপির সামসুজ্জামান সামু, জামায়াতের মাহবুবুর রহমান বেলাল, ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল, বাসদের আব্দুল কুদ্দুস, বাসদ (মার্কসবাদী)-র আনোয়ার হোসেন বাবলু, স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) রিটা রহমান এবং তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী।

বিজ্ঞাপন

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন (জেলা প্রশাসকের কার্যালয়ে জমা), বিএনপির এমদাদুল হক ভরসা, জাতীয় পার্টির আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান, ইসলামী আন্দোলনের মুহাম্মদ জাহিদ হোসেন মনোনয়ন জমা দিয়েছেন। এদিকে জামায়াতের রংপুর-৪ প্রার্থী এটিএম আজম খান জোটগত সমঝোতায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে এনসিপির আখতার হোসেনকে সমর্থন জানিয়েছেন; তাই তিনি মনোনয়ন জমা দেননি তিনি।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে মনোনয়ন জমা দিয়েছেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম (বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জমা), বিএনপির মোহাম্মদ আলী সরকার, জাতীয় পার্টির আনিসুল ইসলাম মণ্ডল, ইসলামী আন্দোলনের মুহাম্মদ আশরাফ আলী।

রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি অংশ) আসনে বিএনপির মোকাররম হোসেন সুজন, জামায়াতের রায়হান সিরাজী, জাতীয় পার্টির ব্যারিস্টার মঞ্জুম আলী (গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জমা), ইসলামী আন্দোলনের এটিএম গোলাম মোস্তফা বাবু, গণঅধিকার পরিষদের আবু হানিফ খান সজীব মনোনয়ন জমা দিয়েছেন।

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির গোলাম রব্বানী, জামায়াতের গোলাম রব্বানী, জাতীয় পার্টির ফখরুজ্জামান জাহাঙ্গীর, ইসলামী আন্দোলনের মুহাম্মদ গোলজার হোসেন।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বিএনপির সাইফুল ইসলাম, জামায়াতের নুরুল আমিন, ইসলামী আন্দোলনের মুহাম্মদ সুলতান মাহমুদ, জাতীয় পার্টির নুর আলম যাদু মিয়া মনোনয়ন জমা দিয়েছেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। রংপুরে মোট ভোটার ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন এবং ভোটকেন্দ্র ৮৭৩টি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর