Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ লাখ ছাড়াল পোস্টাল ভোট বিডিতে নিবন্ধনকারীর সংখ্যা

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১২:৪০ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৭

কোলাজ ছবি: সারাবাংলা

‎ঢাকা: পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধনের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। নিবন্ধন শুরু হওয়ার ৪৩ তম দিনে নিবন্ধনে এগিয়ে আছেন দেশের ভেতরে নির্বন্ধনকারীরা।
পোস্টাল ভোট বিডি অ্যাপে মোট নিবন্ধন করেছেন ১০ লাখ ১৩ হাজার ৪৫৪ জন। এর মধ্যে ৩ লাখ ৯৩ হাজার ৪২৯ জন বাংলাদেশ থেকে এবং বাকিগুলো অন্যান্য দেশ থেকে। এ ছাড়া আট লাখ ৯৫ হাজার ৭০৪ জন পুরুষ এবং ১ লাখ ১৭ হাজার ৭৪৮ জন নারী।

‎সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টার পর ইসির ওয়েবসাইটে বিষয়টি জানা গেছে।

‎প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনি দায়িত্বে থাকা ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। ইসি বুধবার (২৪ ডিসেম্বর) এই সময়সীমা বৃদ্ধি করেছে। ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন।

‎যেসব দেশে নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে—দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিসর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইত্যাদি।

বিজ্ঞাপন

ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর