ময়মনসিংহ: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালন করেছে ময়মনসিংহ মহানগর বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ময়মনসিংহ মহানগর বিএনপির উদ্যোগে নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ময়মনসিংহ সদর আসনের বিএনপি মনোনীত কেন্দ্রীয় বিএনপি সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপি সদস্য সচিব রোকনুজ্জামান রোকনসহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। এসময় নেতাকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বেগম খালেদা জিয়ার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করে দোয়া করেন।