চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিলভাতিয়া সীমান্ত এলাকা থেকে ২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক মাদক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
আটক ব্যক্তির নাম মো. নুরুল হক (৪০)। তিনি উপজেলার উত্তর সুকিমপুর গ্রামের মৃত দেবাস আলীর ছেলে।
বিজিবি সূত্র জানায়, মাদক চোরাকারবারিরা রুট পরিবর্তন করে দাইপুকুরিয়া ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানের চেষ্টা চালালেও শেষ পর্যন্ত বিজিবির হাতে আটক হয়। মঙ্গলবার রাত আনুমানিক ৪টা ৪৫ মিনিটে বিলভাতিয়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯০/৩-এস হতে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাকে আটক করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এবিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক চোরাকারবারিরা যতই কৌশল পরিবর্তন করুক না কেন, মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে।