Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মা নদীতে নিখোঁজের ৬ দিন পর মরদেহ ‌উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১৮:১১ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৮:১৬

প্রতীকী ছবি।

ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে নিখোঁজের ছয়দিন পর বাল্কহেডের সুকানি আরিফ শেখের (৪৫) মরদেহ উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা জানালে ফায়ার সার্ভিসকর্মীরা সেটি উদ্ধার করে।

গত বুধবার সকালে চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের টিলারচর এলাকায় পদ্মা নদীতে বালু বোঝাই বাল্কহেড থেকে পড়ে নিখোঁজ হন আরিফ শেখ। তিনি ওই বাল্কহেডের সুকানি ছিলেন।

আরিফ শেখ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শোলমারী গ্রামের মজিবর শেখের ছেলে। চার ভাইবোনের মধ্যে সবার বড় আরিফ এক মেয়ে ও দুই ছেলের জনক।

নৌ-পুলিশের উপ-পরিদর্শক আবুজর গিফারি জানান, এ বিষয়ে চরভদ্রাসন থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর