Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় সিএনজি-নসিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১৮:৪২

প্রতীকী ছবি।

ভোলা: ভোলা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে সিএনজি ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে মায়ের কোলে থাকা চার মাস বয়সী আব্দুল্লাহ নামে এক শিশু নিহত হয়েছে। এছাড়া শিশুর মা-সহ আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ভোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তবে পালিয়েছে উভয় গাড়ির চালকরা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের বুড়ির মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশুটি একই উপজেলার পুর্ব ইলিশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মঞ্জুরুল আলমের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরে ভোলা সদর থেকে দ্রুতগতির একটি সিএনজি যাত্রী নিয়ে ইলিশা লঞ্চঘাটের দিকে যাচ্ছিল। অপরদিক থেকে একটি নসিমন সদরের দিকে আসছিল। বুড়ির মসজিদ এলাকায় পৌছালে এ দুটি বাহনের মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় সিএনজিটি। এসময় সিএনজিতে থাকা এক নারী ও শিশুসহ আরেক যাত্রী গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন,‘খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে থানা পুলিশের একটি টিম গিয়েছে। চালকদের পাওয়া যায়নি। শিশুটির পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর