বগুড়া: বগুড়া শহরের রহমান নগর জব্বার ক্লাবের পাশে পৌরসভার একটি চলন্ত রোলারের চাকায় পিষ্ঠ হয়ে আকতার হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে শহরের রহমান নগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আখতার হোসেন ওই এলাকার বাসিন্দা।
জানা যায়, মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের রহমান নগর নিজের বাড়ি থেকে আকতার হোসেন বের হয়ে পাশের একটি দোকানে যান। সেখান থেকে তিনি বাড়ি ফিরছিলেন। ফেরার পথে পেছন থেকে বগুড়া পৌরসভার একটি রোলার আকতার হোসেনকে পিষ্ঠ করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে চালক রোলারটি ফেলে রেখে দৌঁড়ে পালিয়ে যায়। রোলারটির গায়ে বগুড়া পৌরসভা লেখা রয়েছে।
বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ার জানান, ‘নিহত ব্যক্তির বাড়িতে গিয়ে মরদেহ দেখে এসেছি। এসময় বগুড়া সদর থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান।’