Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার মৃত্যু
সিলেট স্টেডিয়ামে স্থগিত বিপিএল ম্যাচ ঘিরে উত্তেজনা: পুলিশের লাঠিচার্জ, আটক ১৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ২০:১৬

ছবি: সারাবাংলা

সিলেট: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর আজকের খেলা স্থগিত ঘোষণা করা হয়। তবে এ সিদ্ধান্তের খবর না জেনেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হন কয়েক হাজার দর্শক।

খেলা শুরু হওয়ার নির্ধারিত সময়ের আগেই দর্শকরা স্টেডিয়ামে জড়ো হতে থাকেন। পরে খেলা স্থগিতের ঘোষণা জানানো হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা। অনেক দর্শকই খেলা স্থগিতের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি।

এক পর্যায়ে উত্তেজিত দর্শকরা স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এতে স্টেডিয়াম এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ লাঠিচার্জে দর্শকদের মধ্যে আতঙ্ক দেখা দেয় এবং অনেকে এলাকা ছেড়ে চলে যান।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে খেলা স্থগিতের খবর আগেভাগে স্পষ্টভাবে না জানানোয় আয়োজক কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন দর্শকদের অনেকে।

সুনামগঞ্জের তাহিরপুর থেকে খেলা দেখতে আসা সুমন রায় নামের একজন ক্রিকেট প্রেমী সারাবাংলাকে ক্ষোভ জানিয়ে বলেন, ‘খালেদা জিয়ার মৃত্যুর খবর জানানো হলো ভোর ৬টার সময়, বিসিবি খেলা স্থগিত ঘোষণা করল সকাল ১১: ৩০ মিনিটে। অর্থাৎ খেলা শুরু হওয়ার ৪৫ মিনিট আগে, এটা কিভাবে দর্শক মেনে নেবে। আজকের এই পরিস্থিতির জন্য দর্শক নয় এজন্য বিসিবির মাথামোটারা দায়ী।

তিনি বলেন, বিসিবি যদি অফিসিয়ালি সকাল ১০ টায় খেলা স্থগিত ঘোষণা করত তাহলে মানুষ তার কর্মস্থলে চলে যেত; কিন্তু তারা অফিসিয়ালি খবর দিল সকাল ১১: ৩০ মিনিটে।

বিসিবির প্রতি ক্ষোভ প্রকাশ করে শরীফ হাসান নামের আরেক দর্শক বলেন, ‘আমার বাড়ি চুনারুঘাট। সকাল ১০ টায় খেলা দেখতে সিলেটে রওয়ানা দিয়েছি ; এখানে এসে শুনতে পাই খেলা স্থগিত। এটা কেমন সিদ্ধান্ত। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে আমরা সবাই শোকাহত। আমরা মনে করেছিলাম খেলা স্থগিত না করে ম্যাচ চলাকালীন গান-বাজনা বন্ধ রেখে পাঁচ মিনিট নিরবতা ও ম্যাচ শেষে বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া হবে এবং এটি ছিলো বিসিবির জন্য ভালো সিদ্ধান্ত। কিন্তু তারা ভুল সিদ্ধান্ত বেঁচে নিয়েছে। যার কারনে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের এডিশনাল এসপি (মিডিয়া) সাইফুল ইসলাম জানান, বিপিএল খেলা স্থগিত ঘোষণা করার পর কিছু ক্রিকেটপ্রেমী অতি উৎসাহী দর্শক স্টেডিয়ামের গেইট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ লাটিচার্জ করে সরিয়ে দেয় এবং কয়েকজন উত্তেজিত দর্শক বিপিএলের বিভিন্ন তোড়ন, ফেস্টুন ভেঙ্গে ফেললে তাদেরকে আটক করা হয়। ১৪ জনকে আটক করেছে মহানগর পুলিশ। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

বাণিজ্যমেলার তারিখ পরিবর্তন
৩০ ডিসেম্বর ২০২৫ ২২:০৭

আরো

সম্পর্কিত খবর