সিলেট: ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে গোয়াইনঘাট উপজেলার সোনারহাট ও পান্তুমাই সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় মোট ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর রাত আনুমানিক ৪টার দিকে সোনারহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে ৮ জনকে আটক করা হয়। একইদিন সকাল সাড়ে ৮টার দিকে পান্তুমাই বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে আরও ৩ জনকে আটক করা হয়।
আটকরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন বলে বিজিবি জানিয়েছে। অভিযান শেষে আটক ১১ জনকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ৪৮ বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারসহ অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।