Tuesday 30 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দলীয় সিদ্ধান্ত অমান্য
সিলেটের চাকসু মামুনকে বিএনপি থেকে বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ২৩:০০

সিলেট: সিলেটের রাজনীতিতে নতুন টানাপোড়েন শুরু হয়েছে। দলীয় নির্দেশনা উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার অভিযোগে সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশীদকে (চাকসু মামুন) বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, দলীয় সিদ্ধান্ত অমান্য ও বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে মামুনকে প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এই আসনটি বিএনপি জোটসঙ্গী উলামায়ে ইসলামকে ছাড় দিয়েছে। জমিয়তের মাওলানা উবায়দুল্লাহ ফারুককে বিএনপি প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়েছে। কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি মামুনুর রশীদ, এবং তাই তিনি পদত্যাগ করেও নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যেই তিনি সিলেট-৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিজ্ঞাপন

রাজনীতিবিদ ও বিশ্লেষকরা মনে করছেন, দলীয় একতার চ্যালেঞ্জ এবং বিদ্রোহী প্রার্থীর প্রবেশ স্থানীয় নির্বাচনী প্রেক্ষাপটকে নতুনভাবে উত্তেজিত করেছে। সিলেটের এই চাঞ্চল্যকর ঘটনা শুধু এলাকার রাজনীতিকেই নয়, দেশের বড় দলগুলোর অভ্যন্তরীণ কৌশল এবং নির্বাচনী সমীকরণকেও আলোচনায় তুলেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর