Wednesday 31 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিরে দেখা ২০২৫
সবচেয়ে বেশি রান ও উইকেট কার?

স্পোর্টস ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৫ ১১:২২

শুভমান গিল ও মিচেল স্টার্ক

দেখতে দেখতেই শেষ হয়ে এল ২০২৫ সাল। ব্যাটে-বলে এই বছরটা বেশ জমজমাট কেটেছে ক্রিকেট অঙ্গন। এই বছরে টেস্ট, ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে সবচেয়ে বেশি রান করেছেন কারা? সর্বোচ্চ উইকেটশিকারি বোলারই বা কারা?

সাদা পোশাকে ব্যাট হাতে এই বছর সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন ভারতীয় অধিনায়ক গিল। ২০২৫ সালে তার ব্যাট থেকে এসেছে ৯৮৩ রান।

এই বছরে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান এসেছে ইংল্যান্ডের জো রুটের ব্যাট থেকে। টি-২০ ফরম্যাটে অবশ্য রয়েছে বড় এক চমক। টেস্টে খেলুড়ে কোন দেশ নয়, এই ফরম্যাটে বছরজুড়েই অবিশ্বাস্য ফর্মে থেকে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন অস্ট্রিয়ার করণবীর সিং। এই ফরম্যাটে তিনি করেছেন ১৪৮৮ রান।

বিজ্ঞাপন

টেস্টে এই বছরের সফলতম বোলার অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। সাদা পোশাকে তিনি নিয়েছেন ৫৫ উইকেট। ৫০ ওভারের ফরম্যাটে এই বছরের সেরা বোলার নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। ২০২৫ সালে তিনি পেয়েছেন ৩১ উইকেট।

টি-২০ তে ব্যাটিংয়ের মতো বোলিংয়েও সফল আইসিসির সহযোগী দেশের ক্রিকেটার। ৬৩ উইকেট নিয়ে এই ফরম্যাটে সর্বোচ্চ উইকেটশিকারি বাহরাইনের আলি দাউদ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর