টি-২০ বিশ্বকাপের বাকি আর মাত্র দেড় মাস। বিশ্বকাপকে সামনে রেখে দল গুছানোর প্রস্তুতি নিচ্ছে অংশগ্রহণকারী দলগুলো। টুর্নামেন্ট শুরুর আগেভাগেই স্কোয়াড ঘোষণা করল এশিয়ার দেশ ওমান।
সবশেষ এশিয়া কাপের স্কোয়াড থেকে ৫টি পরিবর্তন এনে বিশ্বকাপের দল ঘোষণা করেছে ওমান। নতুন করে দলে জায়গা পেয়েছেন ওয়াসিম আলী, কারান সোনাভালে, জয় ওদেরা, পেসার শফিক জেইন এবং জিতেন রামানান্দী। তাদের মধ্যে ওদেরা, ওয়াসিম ও রামানান্দী বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নিয়েছিলেন। অন্যদিকে এশিয়া কাপ রাইজিং স্টার্সে অভিষেক হয়েছিল শফিক জেইনের।
এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে নেপালের সঙ্গে বিশ্বকাপের মূল পর্বে টিকিট নিশ্চিত করা ওমানকে নেতৃত্ব দেবেন জাতিন্দার সিং। টি-টোয়েন্টি ক্রিকেটে ওমানের হয়ে সর্বোচ্চ রানের মালিক এই ব্যাটারই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উইকেটকিপার ব্যাটার বিনায়েক শুকলা।
টি-২০ বিশ্বকাপে ওমান পড়েছে শ্রীলংকা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের গ্রুপে। আগামী ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ওমান।
ওমানের স্কোয়াড
জাতিন্দার সিং (অধিনায়ক), বিনায়েক শুকলা (সহ-অধিনায়ক), মোহাম্মদ নাদিম, শাকিল আহমেদ, হাম্মাদ মির্জা, ওয়াসিম আলী, কারান সোনাভালে, ফয়সাল শাহ, সুফিয়ান মেহমুদ, জয় ওদেরা, শফিক জেইন, আশিশ ওদেরা, জিতেন রামানান্দী, হাসনাইন আলী শাহ।