পিরোজপুর: আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত ও আরও কার্যকর করার লক্ষ্যে পিরোজপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও বাজার পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
বুধবার (৩১ ডিসেম্বর) পিরোজপুর সদর থানা এলাকার শহরকেন্দ্রীক গুরুত্বপূর্ণ স্থান ও ব্যস্ত বাজারসমূহে এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন তিনি।
পরিদর্শনকালে পুলিশ সুপার স্থানীয় ব্যবসায়ী, সাধারণ জনগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সরাসরি মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি জনগণের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও মূল্যবান পরামর্শ মনোযোগ সহকারে শোনেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা এবং সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, যেকোনো ধরনের অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পিরোজপুর জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এসময় পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।