Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খালেদা জিয়ার চলে যাওয়ায় নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়বে না’

স্টাফ করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৬ ১৬:২৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চেয়ারপারসন খালেদা জিয়ার চলে যাওয়ায় জাতীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়বে না। বরং দেশের সাধারণ মানুষের মধ্যে তার জন্য যে ভালোবাসা তৈরি হয়েছে, তা বিএনপির বিজয়ে আরও শক্তিশালী ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন এবং খালেদা জিয়ার চেতনা ও আদর্শ জনগণের কাছে জনপ্রিয় ও গ্রহণযোগ্য। তারেক রহমান এই পতাকাকে এগিয়ে নিয়ে যাবেন এবং শক্তিশালী করবেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “আমাদের নেত্রী জীবনের শেষ দিন পর্যন্ত অসুস্থ থেকেও এদেশ ছেড়ে যাননি, বিদেশে চিকিৎসার জন্যও যাইনি। জনগণ এই অবদান উপলব্ধি করেছে বলে শেষ শ্রদ্ধা জানাতে এবং জানাজায় অংশ নিতে সারাদেশ থেকে এতো মানুষ ছুটে এসেছে।”

এর আগে, বিএনপির কার্যালয়ে ছারছীন দরবার শরিফের পীর সাহেব হযরত শাহ মোহাম্মদ মোহেবুল্লাহসহ অন্যান্য নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছারছীন দরবার শরিফের পীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন, মীর্জা নুরুর রহমান বেগ, নায়েবে আমির বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ড. সৈয়দ শারাফত আলী এবং অন্যান্য নেতারা।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর