Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীসহ বিপ্লব কুমারের ২৮টি ব্যাংক হিসাব ও দুই বিও হিসাব ফ্রিজ

স্টাফ করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৬ ২০:৪৯

ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার – ছবি : সংগৃহীত

ঢাকা: ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে থাকা ২৮টি ব্যাংক হিসাব এবং দুটি বিও হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের পক্ষে সহকারী পরিচালক রাসেল রনি এদিন আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, সরকারি চাকরিজীবী হয়েও ঘুষ ও দুর্নীতির মাধ্যমে বিপ্লব কুমার সরকার নিজে ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে অবৈধভাবে অর্জিত আয়ের উৎস আড়াল করেছেন। এ ক্ষেত্রে মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী অপরাধ সংঘটনের অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে। পাশাপাশি নামে-বেনামে সম্পত্তি ক্রয়সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও তদন্তাধীন।

বিজ্ঞাপন

আবেদনে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা তাদের ব্যাংক ও বিও হিসাব থেকে অর্থ স্থানান্তর, হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এসব সম্পদ স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে অর্থ উদ্ধার করা কঠিন হয়ে পড়বে। তাই দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ১৮ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ধারা ১৪ অনুযায়ী এসব হিসাব অবিলম্বে ফ্রিজ করা প্রয়োজন।

এর আগে গত ৯ ডিসেম্বর বিপ্লব কুমার সরকার, তার স্ত্রী হোসনেয়ারা বেগম, ভাই প্রণয় কুমার সরকার এবং হোসনেয়ারার বোন শাহানারা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।‎

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর