Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস, মৃদু শৈত্যপ্রবাহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৬ ১২:৪১

শৈত্যপ্রবাহের মাত্রা বেশী হওয়ায় প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। ছবি: সারাবাংলা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ঠান্ডা-হিমেল বাতাসে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ছয় দিন পর জেলায় সূর্যের দেখা মিলেলেও সূর্যের ক্ষীণ তাপ কাজে আসছে না। শৈত্যপ্রবাহের মাত্রা বেশী হওয়ায় প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। দিনমজুররা কাজের অভাবে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। তাদের খাদ্যাভাব দূর করার জন্য এখনো পর্যন্ত কেউ সাড়া দেয়নি। নিম্নমানের কম্বল বিতরণ করেই অনেকে দায় সারছে।

বয়োবৃদ্ধ রিক্সাওয়ালা ইলিয়াস জানান, ‘শীতের আগে রিক্সা নিয়ে বের হলে আয় রোজগার ভালই হতো। এখন খুবই দুরাবস্থা। শীতে কেউই রিকশায় চড়ছেনা। সে কারনে একেবারে ভাড়া হচ্ছে না। রিকশা চালিয়ে আয় রোজগার করে সংসার চালায়। এখন আয় রোজগার নেই, মানুষের কাছে হাতপাততে লজ্জা করছে।’

বিজ্ঞাপন

দিনমজুর আরমান আলী চুয়াডাঙ্গা শহরের শহিদ হাসান চত্বরের একপাশে কাজের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। তিনি জানান, ‘খুব শীতের কারনে বেশ কদিন হলো কেউ তাকে কাজে নিচ্ছে না। নিদারুণ কষ্টে দিন চলছে। গ্রামের দোকান থেকে দোকানদার আর বাকি দিচ্ছে না। তার কষ্টে কেউ এগিয়ে আসেনি।’

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস, এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। উত্তরের হিমশীতল বাতাস, ঘন কুয়াশা আর মেঘাচ্ছন্ন আকাশের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। আগামী দুদিন এমন আবহাওয়া বিরাজ করবে বলে তিনি জানিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর