Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৬ ২১:২৩ | আপডেট: ২ জানুয়ারি ২০২৬ ২১:২৪

লাশবাহী অ্যাম্বুলেন্স।

খুলনা: খুলনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মন্ডল (৬৫) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালকসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত কালিপদ মন্ডল গুটুদিয়া গ্রামের মৃত জুড়ারাম মন্ডলের ছেলে।

আহতরা হলেন- ভ্যানচালক সবুজ মণ্ডল ও সাহিদ গাজী, যাত্রী কালিপদ মণ্ডল, ইকবাল সরদার, গুটুদিয়া মঠের পুরোহিত মৃত্যুঞ্জয় রায় ও আয়েশা বেগম।

স্থানীয়রা জানায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি সাতক্ষীরার উদ্দেশে যাচ্ছিল। বেপরোয়া গতির ফলে অ্যাম্বুলেন্সটি সড়কের বিপরীত পাশে গুটুদিয়াগামী দুইটি যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দেয়। এ ঘটনায় অতিরিক্ত রক্তক্ষরণে কালিপদ মন্ডল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আহতদের উদ্ধার করে ডুমুরিয়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান চানু বলেন, ‘ঘটনার পর অ্যাম্বুলেন্স চালক পালিয়ে গেছে। ঘাতক অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর