Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওসমান হাদির নামে নলছিটি লঞ্চঘাটের নামকরণ, নামফলক উন্মোচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৬ ২২:০৭ | আপডেট: ২ জানুয়ারি ২০২৬ ২২:০৯

নামফলক উন্মোচন করেন নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন। ছবি: সারাবাংলা

‎বরিশাল: ‎নিহত শহিদ শরিফ ওসমান বিন হাদির নামে ঝালকাঠির নলছিটি উপজেলার লঞ্চঘাটের নামকরণ করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে নামফলক উন্মোচনের মাধ্যমে এ লঞ্চঘাটের উদ্বোধন করা হয়।

‎আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচনের মাধ্যমে লঞ্চঘাটের উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন।

‎তিনি বলেন, ওসমান হাদি ছিলেন একজন বিপ্লবী। আর বিপ্লবীদের কখনও মৃত্যু হয় না। তার স্মরণে নিজ উপজেলার এই গুরুত্বপূর্ণ লঞ্চঘাটের নামকরণ করা হয়েছে। হাদির হত্যাকারীরা বর্তমানে দেশের বাইরে রয়েছে। সরকার তাদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে আন্তরিকভাবে কাজ করছে।

বিজ্ঞাপন

‎ওসমান হাদির বোন মাসুমা হাদি বলেন, আমার ভাই কোনো অপরাধী ছিল না। সে ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। আজ তার নামে এই লঞ্চঘাট নামকরণ আমাদের পরিবারের জন্য যেমন সম্মানের, তেমনি আমরা চাই তার হত্যাকারীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

‎উদ্বোধন অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ মমিনউদ্দিন, পুলিশ সুপার মিজানুর রহমান, ওসমান হাদির বোন মাসুমা হাদি, ভগ্নিপতি আমির হোসেনসহ সরকারের বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর