Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আগামী নির্বাচনকে ঘিরে জনগণের প্রত্যাশা অনেক বেশি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৬ ২৩:৩৫

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।

টাঙ্গাইল: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আগামী নির্বাচনকে ঘিরে জনগণের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে সংক্ষিপ্ত সফরে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে জেলা ও স্থানীয় দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে যেন কেউ জোরপূর্বক ভোট ডাকাতি করতে না পারে, সে জন্য এখন থেকেই সাহসী ও সচেতন পদক্ষেপ গ্রহণ করতে হবে। ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ক্ষণস্থায়ী এই জীবনে সৎ কাজের কোনো বিকল্প নেই। অনেকেই দুনিয়ার ক্ষণিক স্বার্থ ও জড়বাদী আদর্শ বাস্তবায়নের জন্য জীবনের ঝুঁকি নেয়; কিন্তু জামায়াতে ইসলামী দুনিয়া ও আখিরাতে সফলতার লক্ষ্যে সংগ্রাম করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে আরও সাহসিকতা, চেষ্টা ও সাধনার মাধ্যমে এগিয়ে যাওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান, মাওলানা বুরহানুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, শহর আমির অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর আমির অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, ডা. একেএম আব্দুল হামিদ, শহর সেক্রেটারি মো. সাইফুল ইসলামসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর