সিরাজগঞ্জ: উত্তরের প্রবেশদ্বার যমুনাপারের জেলা সিরাজগঞ্জে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল গড়িয়ে দুপুর হতে চললেও এখনো দেখা মেলেনি সূর্যের। কুয়াশায় যানবাহন চলাচল করছে ধীরগতিতে। এ ছাড়া কণকণে বাতাসের কারণে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
জেলার তাড়াশে শনিবার (৩ জানুয়ারি) সকাল ৬টা ও ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এদিকে দেশের বেশ কিছু গণমাধ্যমে আজ সকাল থেকে সিরাজগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস এমন সংবাদ প্রচারিত হচ্ছে। তবে এ তথ্য সঠিক নয় বলে তাড়াশ পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম সারাবাংলাকে নিশ্চিত করেছেন।
সকাল ১১টার তিনি বলেন, আমরা নিয়মিত তাপমাত্রার রেকর্ড করছি। আজ সকাল ৬টা এবং ৯টায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছে।
কয়েকটি গনমাধ্যমে ৯ ডিগ্রি সেলসিয়াসের তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, যারা এই তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। আজকে ৯ ডিগ্রি তাপমাত্রা ছিল পাবনার ঈশ্বরদী, রাজশাহী ও নওগাঁর বদলগাছীতে। ফলে সিরাজগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা হওয়ার কোনো সুযোগ নেই।
এদিকে বাড়াবাড়ি আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ সকাল ৯টায় ১০ ডিগ্রি, সকাল ৬টায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছে।