Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপিল দায়েরের জন্য নির্বাচন ভবনে ১০টি বিশেষ বুথ স্থাপন

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৬ ১৮:৪৫ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৬ ২২:১০

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের জন্য আপিলের দায়েরের জন্য আগারগাঁওয়ের ১০টি বুথ স্থাপন করেছে নির্বাচন কমিশন।

শনিবার (৩ জানুয়ারি) নির্দেশনাগুলো প্রার্থীদের মাঝে প্রচারের জন্য রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিয়েছে ইসি। সেই চিঠিতে জানানো হয়েছে, আপিলের জন্য, নির্ধারিত নিয়ম না মানলে আপিল আবেদন গ্রহণ করা হবে না। ইসির নির্ধারিত বুথেই আবেদন করতে হবে আবেদনকারীদের।

বুথগুলো হলো-

বুথ নং-১ (খুলনা অঞ্চল): মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা জেলা।

বুথ-২ (রাজশাহী অঞ্চল): জেলাসমূহ হচ্ছে- জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা।

বিজ্ঞাপন

বুথ-৩ (রংপুর অঞ্চল): জেলাসমূহ হচ্ছে- পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা।

বুথ-৪ (চট্টগ্রাম অঞ্চল): জেলাসমূহ হচ্ছে- চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান।

বুথ-৫ (কুমিল্লা অঞ্চল): জেলাসমূহ হচ্ছে- ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর।

বুথ-৬ (সিলেট অঞ্চল): জেলাসমূহ হচ্ছে- সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ।

বুথ-৭ (ঢাকা অঞ্চল): জেলাসমূহ: টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ।

বুথ-৮ (ময়মনসিংহ অঞ্চল): জেলাসমূহ হচ্ছে- জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা।

বুথ-৯ (বরিশাল অঞ্চল): জেলাসমূহ হচ্ছে- বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর।

বুথ-১০ (ফরিদপুর অঞ্চল): জেলাসমূহ হচ্ছে- রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর।

গত ২৯ ডিসেম্বর পর্যন্ত বিএনপি, জাতীয় পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশে জামায়াতে ইসলামীসহ ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল ২ হাজার ৯১টি মনোনয়নপত্র করে। এছাড়া স্বতন্ত্র থেকে ৪৭৮টি মনোনয়নপত্র দাখিল করা হয়। আটটি দলের কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়নি অর্থাৎ দলগুলো নির্বাচনে অংশ নিচ্ছে না। এগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম।

‎ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। প্রতীক পাওয়ার পর ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

বিজ্ঞাপন

তিন দিন পর পুঁজিবাজারে দরপতন
৫ জানুয়ারি ২০২৬ ১৬:১৮

আরো

সম্পর্কিত খবর