Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পার্টির দুই প্রার্থীসহ ৩জনের মনোনয়নপত্র বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৬ ১৯:৫৭

চাঁপাইনবাবগঞ্জ: তিনটি আসনে জাতীয় পার্টির ২ প্রার্থীসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তাদের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শাহাদাৎ হোসেন মাসুদ। তিনটি আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীসহ ১৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। দুপুরে প্রেস ব্রিফিং-এ এসব তথ্য নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা শাহাদাৎ হোসেন মাসুদ।

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে হলফনামায় ভুল তথ্য দেওয়ার কারণে জাতীয় পার্টির প্রার্থী মো. আফজাল হোসেনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এ আসনে বাকী ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী খুরশিদ আলম বাচ্চু মনোনয়নপত্রের সঙ্গে দলীয় মনোনয়নের মূলকপি ও দ্বৈত নাগরিকত্বের ঘোষণাপত্র জমা না দেয়ার কারণে বাতিল করা হয়। এ আসনে চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ঋণখেলাপের দায়ে ফজলুল ইসলাম খাঁনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, মনোনয়পত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল করার সুযোগ আছে। তারা আগামী ৫ থেকে ৯ জানুয়ানির মধ্যে আপিল করতে পারবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর