Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোস্তাফিজ কি আইপিএলের ৯ কোটি ২০ লাখ রুপি পাবেন?

স্পোর্টস ডেস্ক
৪ জানুয়ারি ২০২৬ ০৮:৫১ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৬ ১৫:১৪

আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে মোস্তাফিজকে

একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এবারের আইপিএলে দল পেয়েছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলা হচ্ছে না। উগ্র হিন্দুত্ববাদী কিছু সংগঠন ও ব্যক্তির বিক্ষোভের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এতেই উঠেছে বড় এক প্রশ্ন। মোস্তাফিজ কি তার প্রাপ্য টাকাটা বুঝে পাবেন?

আইপিএলের এবারের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কলকাতা। আইপিএলের নিয়ম বলছে, বিসিসিআই চাইলে টুর্নামেন্টের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত যেকোনো সময় নিতে পারে। এমনকি নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে খেলা থেকে বিরত রাখা বা নিষিদ্ধ করাও।

বিজ্ঞাপন

তবে মোস্তাফিজের সঙ্গে যা হয়েছে, সেটা আগে কখনোই দেখা যায়নি। এর আগে কোনো খেলোয়াড়কে নিলামের মাধ্যমে দলভুক্ত করে ফেলার পর শুধু রাজনৈতিক কারণে সরিয়ে দেওয়া হয়নি। মোস্তাফিজের নিলামে পাওয়া দামের ক্ষেত্রেও তাই বিসিসিআইকে নতুন নজিরই গড়তে হবে।

আইপিএলে রয়েছে ‘নো প্লে, নো পে’(খেলা না হলে বেতন নয়) নীতি। এই নিয়ম তখনই প্রযোজ্য হয়, যখন কোনো খেলোয়াড়কে নিলামে কেনার পর তিনি একটি ম্যাচও না খেলেই টুর্নামেন্ট থেকে সরে যান। এই সরে যাওয়া হতে পারে চোট বা অন্য যেকোনো কারণেই। এ ধরনের ঘটনায় খেলোয়াড়টিকে কোনো পারিশ্রমিক দেওয়া হয় না।

মোস্তাফিজের ক্ষেত্রে প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের প্রতিবাদের মুখে ফ্র্যাঞ্চাইজিই তাকে বাদ দিয়েছে, সেটাও আবার বোর্ডের নির্দেশেই।

আইপিএলের নিয়ম অনুযায়ী, নিলামের পর খেলোয়াড় ও ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি সই হয়। যদি খেলোয়াড় আহত না হন এবং খেলার জন্য প্রস্তুত থাকেন, তাহলে ফ্র্যাঞ্চাইজিকে পারিশ্রমিক প্রদান করতে হবে। এমনকি পুরো টুর্নামেন্ট বেঞ্চে বসিয়ে রেখে কোনো ম্যাচ না খেলালেও।

তবে মোস্তাফিজের সঙ্গে কেকেআরের সেই আনুষ্ঠানিক চুক্তি সই হয়েছিল কি না, সেটা এখনো নিশ্চিত নয়। অনেক ক্ষেত্রেই খেলোয়াড় দলে যোগ দেওয়ার পরে এই সইয়ের আনুষ্ঠানিকতা সারা হয়।

ফ্র্যাঞ্চাইজিকে শুধু তখনই পারিশ্রমিক প্রদান করতে হয় না, যখন খেলোয়াড়টিকে ম্যাচ ফিক্সিং, দুর্নীতিবিরোধী নিয়ম ভাঙা, ডোপিং, আচরণবিধি লঙ্ঘন, অনুমতি ছাড়া অন্য দল বা লিগের সঙ্গে কথা বলা অথবা অনাপত্তিপত্র ছাড়া বিদেশি লিগে অংশগ্রহণের মতো কারণে আইপিএল থেকে নিষিদ্ধ করা হয়।

শেষ পর্যন্ত তাই মোস্তাফিজ তার পাওনা টাকা বুঝে পাবেন কিনা, সে নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর