Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ

আন্তর্জাতিক ডেস্ক
৪ জানুয়ারি ২০২৬ ১০:৪৮ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৬ ১১:৫৮

ভেনেজুয়েলার অন্তবর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

মার্কিন বাহিনীর অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

শনিবার (৩ ডিসেম্বর) ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ এক আদেশে জানিয়েছে, প্রেসিডেন্ট মাদুরোর অনুপস্থিতিতে রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা বজায় রাখতে ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিতে হবে।

আদালতের রায়ে বলা হয়েছে, প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা এবং দেশের প্রতিরক্ষা নিশ্চিত করতে রদ্রিগেজ ‘ভেনেজুয়েলার বলিভারীয় প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের দায়িত্ব’ পালন করবেন। পাশাপাশি আদালত নির্ধারণ করবে, প্রেসিডেন্টের অনুপস্থিতিতে রাষ্ট্রের কার্যক্রম এবং সার্বভৌমত্ব রক্ষায় কোন আইনি কাঠামো প্রযোজ্য হবে।

বিজ্ঞাপন

জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, এই সিদ্ধান্তের মাধ্যমে আপাতত ভেনেজুয়েলার রাষ্ট্রক্ষমতায় অন্তর্বর্তী নেতৃত্বের ব্যবস্থা কার্যকর হলো।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী কাজ করলে দেশটিতে সেনা মোতায়েন করবে না যুক্তরাষ্ট্র।

এর আগে, শনিবার (৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলায় ‘বড় ধরনের হামলা’ চালায় যুক্তরাষ্ট্র। পরে সেখানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রীসহ আটক করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে তাদের ইউএসএস ইও জিমা জাহাজে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে শেষ পর্যন্ত তাদেরকে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়।

সারাবাংলা/ইআ