Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিনমাসে র‌্যাব কর্তৃক ১৮৮ অস্ত্র উদ্ধার ও গ্রেফতার ৪ হাজার ৩৬৬

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ১৫:০৫ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৬ ২০:১২

-ছবি : সারাবাংলা

ঢাকা: সারাদেশে গত তিন মাসে ১৮৮টি দেশী-বিদেশী অস্ত্র উদ্ধার এবং ৪ হাজার ৩৬৬ জনকে র‌্যাব গ্রেফতার করেছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান।

রোববার (৪ জানুয়ারি) দুপুর ২টায় রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সাম্প্রতিক সময়ে র‌্যাব ফোর্সেস কর্তৃক পরিচালিত বিভিন্ন আভিযানিক সাফল্য এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, তিন মাসে আমরা হত্যা মামলার ৫২২ জন আসামীকে গ্রেফতার, ডাকাতি মামলার ১৫১ জন, ছিনতাই বিরোধী অভিযানে ৭০ জন, মানবপাচারকারী ৪১ জন এবং মাদক মামলায় আমরা ১২১০ জনকে আমরা গ্রেফতার করি। সর্বমোট ৪৩৬৬ জন অভিযুক্তকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই।
নির্বাচনে র‌্যাবের সক্ষমতা তুলে ধরে তিনি বলেন, জাতীয় নির্বাচন আমাদের সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি। সেই নির্বাচনের পূর্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন আরো ভালো হয়, একটি সুন্দর সুষ্ঠ নির্বাচন করার জন্য যে যেরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি দরকার সেটি নিয়ে আসার জন্য এবং সেইরকম একটি পরিস্থিতি তৈরির জন্য আমরা সবাই আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি। আশা করি আমরা একটি সুষ্ঠ নির্বাচন উপহার দিতে সক্ষম হব।
তিনি আরও বলেন, আমরা মনে করি আমাদের যথেষ্ট পরিমাণ সক্ষমতা আছে। আমাদের যে জনবল, যে লজিস্টিক এটার সর্বোচ্চ ব্যবহার করে আমরা সর্বোত্তম দায়িত্ব পালন করতে সক্ষম হবো। আমাদের ৯ হাজার এর কাছাকাছি বা অধিক জনবল আছে। এ নিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করব।
জুলাই পরবর্তীতে গত প্রায় দেড় বছরে রাব তাদের সুনাম কতটুকু পুনুরুদ্ধার করতে পেরেছে জানতে চাইলে শহিদুর রহমান বলেন, এটা দেশের মানুষই ভালো বলতে পারবে যে আমরা কতটুকু ভালো কাজ করেছি বা করতে পারি নাই। তবে আমরা বলব যে জুলাই আগস্টের পরে এই পর্যন্ত আমাদের এই দেশে যতগুলি মারাত্মক অপরাধ বলি প্রত্যেকটা ঘটনায় আমাদের একটা অবদান আছে আসামী গ্রেফতারের ক্ষেত্রে। চাঁদপুরে সাত খুনসহ ডাকাতি, মিডফোর্ড হাসপাতালে পাথর মেরে প্রকাশ দিবালোকে হত্যাকান্ড, গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা, আট টুকরা লাশসহ যতগুলি আপনার ঘটনা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনার সাথেই আমরা সম্পৃক্ত হয়ে আসামী গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
শহিদ ওসমান হাদির ঘটনা প্রসঙ্গে ডিজি বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডে যতগুলো আসামি গ্রেফতার হয়েছে তারমধ্যে আমরাই ৮ জন গ্রেফতার করেছি যারা এর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। যে মূল আসামী তাকে গ্রেফতার করাই আমাদের টার্গেট এবং আমরা আশা করি সেক্ষেত্রে আমরা সফল হব।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর