Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের বাসভবন এলাকা থেকে সন্দেহভাজন ৩ জন আটক

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ১৬:৩৯ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৬ ১৮:২৭

-ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন এলাকা থেকে সন্দেহভাজন তিন জনকে আটক করেছে পুলিশ ও সিএসএফ।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান সারাবাংলা-কে এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন- ইনামে হামীম (চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা), মো. রুহুল আমিন (চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা) এবং মো. ওমর ফারুক।

গুলশান থানার ওসি বলেন, একজনকে গভীর রাতে এবং বাকি দুইজনকে আজ সকালে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, তারেক রহমানের বাসভবনসংলগ্ন এলাকা থেকে সন্দেহজনক যুবক ইনামে হামীমকে গতকাল শনিবার দিবাগত গভীর রাতে আটক করা হয়। গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়ির আশপাশ থেকে তাকে আটক করে সিএসএফ। এরপর আজ সকাল ১০টা ৫০ মিনিটে গুলশানের ১৯৬ নম্বর বাসভবন থেকে মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এছাড়া, সকাল ১১টা ১৫ মিনিটে একই বাসভবনের সামনে থেকে মো. ওমর ফারুক নামের অপর এক ব্যক্তিকে আটক করা হয়।

বিজ্ঞাপন

পুলিশের দাবি, সন্দেহভাজন হিসেবে দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে গুলশান থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে, গত ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তনের পর গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর ওঠেন তারেক রহমান। এরপর থেকে এই বাড়িতেই থাকছেন তিনি।

সারাবাংলা/এমএইচ/এসআর