Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বছরের শুরুতে রেমিট্যান্স প্রবাহে জোরালো ঊর্ধ্বগতি

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ১৯:২০ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৬ ২১:৪৩

রেমিট্যান্স। ছবি: সারাবাংলা

ঢাকা: বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে নতুন বছরের শুরুতেই ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। চলতি বছরের প্রথম তিন দিনে (০১–০৩ জানুয়ারি) দেশে এসেছে ২৮৮ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

রোববার (৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

সমাপ্ত ২০২৫ সালের ০১–০৩ জানুয়ারি সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল ২১০ মিলিয়ন ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ৩৭ দশমিক ১ শতাংশ।

এছাড়া ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ে দেশে মোট রেমিট্যান্স এসেছে ১৬ হাজার ৫৫৩ মিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময় (জুলাই ২০২৪ থেকে ৩ জানুয়ারি ২০২৫) এ আয় ছিল ১৩ হাজার ৯৮৭ মিলিয়ন ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের এই সময় পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ১৮ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসীদের বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহ, ডিজিটাল রেমিট্যান্স ব্যবস্থার সম্প্রসারণ এবং নীতিগত সহায়তার ফলে প্রবাসী আয় ধারাবাহিকভাবে বাড়ছে। এই ঊর্ধ্বগতি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর