Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত পাঁচ বছরের তুলনায় বর্তমানে খাদ্য মজুত সবচেয়ে বেশি: খাদ্য উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ১৯:৩৫ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৬ ২১:৪৩

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার – ছবি : সংগৃহীত

ঢাকা: গত পাঁচ বছরের তুলনায় বর্তমানে খাদ্য মজুত সবচেয়ে বেশি আছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

তিনি বলেন, দেশে খাদ্যের সংকট হওয়ার কোনো আশঙ্কা নেই। বর্তমান খাদ্য মজুত অত্যন্ত সন্তোষজনক।

রোববার (০৪ জানুয়ারি) সচিবালয়ে দেশের খাদ্য মজুত পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে খাদ্য উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার সরকারি খাদ্য গুদামে ২০ লাখ ২৭ হাজার ৪২০ মেট্রিক টন খাদ্যশস্য মজুত ছিল। এর মধ্যে ১৬ লাখ ৯৬ হাজার ৭৮৭ টন চাল এবং ২ লাখ ৩৩ হাজার ২২৪ টন গম এবং ৯ লাখ ৭ হাজার ৪০৯ টন ধান।

খাদ্য উপদেষ্টা বলেন, দেশে গমের চাহিদা বছরে ৭০ লাখ মেট্রিক টন। এর বিপরীতে উৎপাদন হয় ১০ লাখ মেট্রিক টন। বাকিটা আমাদের আমদানি করতে হয়। আর চালের সিংহভাগই লোকাল। কিছু পরিমাণ আমদানি করতে হয়।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে আলী ইমাম মজুমদার বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব পড়বে না। দুই দেশের মধ্যে এখনো বাণিজ্য চলমান।

খাদ্য উপদেষ্টা আরও বলেন, ভারত থেকে আমরা চাল আমদানি করি, তারাও বিক্রি করে। আমরা এটাকে রাজনৈতিকভাবে দেখি না। বাজারটা কিন্তু ক্রেতা ও বিক্রেতা উভয়ের প্রয়োজন হয়। আমরা এটাকে বাজার মেকানিজম হিসেবে দেখি। যেখানে আমরা কম দামে পণ্য পাই, সেখান থেকেই ক্রয় করি।

তিনি বলেন, গত বছর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রাকৃতিক দুর্যোগের কারণে চালের দাম কিছুটা বেড়ে ছিল। এ বছর সরকারের ভালো প্রস্তুতির কারণে চালের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। আশা করছি, এ অবস্থা বজায় থাকবে।

আসন্ন নির্বাচন-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতিতে কোনো ধরনের ঘাটতি নেই। নির্দিষ্ট সময়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসন সব প্রস্তুতি নিয়েছে।

বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর
৭ জানুয়ারি ২০২৬ ১১:৩৫

আরো

সম্পর্কিত খবর