নীলফামারী: জেলার কিশোরগঞ্জে ট্রাক্টরের লাঙ্গলে পিষ্ট হয়ে লিমন ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর খোলাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমন ওই গ্রামের হানিফুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘লিমন আজ দুপুরের দিকে ট্রাক্টর দিয়ে কৃষি জমি চাষ করতে যাচ্ছিল। এ সময়ে সে ট্রাক্টরের পেছনে ওঠে বসে। পরে জমি চাষ করার সময় ধাক্কা লেগে লিমন মাটিতে পড়ে গিয়ে ট্রাক্টরের লাঙ্গলে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।’
থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’