Tuesday 06 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও কিছুদিন অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৬ ১০:৫১ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৬ ১২:৪৬

ঘন কুয়াশায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন শ্রমজীবীরা। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শীতের এই দাপটে ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে জনপদ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, বর্তমানে পাবনা, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, মৌলভীবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব অঞ্চলে শীতের অনুভূতি তুলনামূলকভাবে বেশি। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন স্থানে সকাল পর্যন্ত দৃশ্যমানতা কমে যাচ্ছে।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ভোর ও সকালের দিকে মহাসড়ক ও নদীপথে চলাচলে বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে।

বিজ্ঞাপন

কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে মোটরসাইকেল চলছেন চালক। ছবি: সারাবাংলা

আবহাওয়া অধিদফতর জানায়, কুয়াশার প্রভাবের কারণে সারা দেশে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং সামগ্রিকভাবে দেশের আবহাওয়া শুষ্ক থাকবে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে ৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময়ে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে। এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (৭ জানুয়ারি) ও বৃহস্পতিবারের (৮ জানুয়ারি) পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়ার কথা জানিয়েছে অধিদফতর। এই দুই দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার সামগ্রিক সিনপটিক অবস্থা সম্পর্কে আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই পরিস্থিতির প্রভাবেই দেশের বিভিন্ন অঞ্চলে শীত ও কুয়াশার প্রকোপ বাড়ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর