Tuesday 06 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে ২ ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৬ ১৩:২৩ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৬ ১৩:২৮

নিহত রমজান আলীর বাড়ি।

নরসিংদী: নরসিংদীতে ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহতের অভিযোগ উঠেছে।

রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাতে নরসিংদীর মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের পুরানচরে এ ঘটনা ঘটে। নিহত রমজান আলী (৩৬) একই গ্রামের মুসা মিয়ার ছেলে ও পুরানচর গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রমজান আলী মাদকাসক্ত হওয়ায় দীর্ঘদিন ধরেই এসব পরিহারে পারিবারিকভাবে বাধা দেওয়া হলেও কোনো কাজে আসেনি। রোববার (৪ জানুয়ারি) রাতে এ বিষয়টি নিয়ে পরিবারের দুই ভাই মোশারফ হোসেন ও মনির হোসেনের সাথে ঝগড়ায় জড়ায় রমজান আলী। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে ছোট দুই ভাইয়ের আঘাতে গুরুতর আহত হয় বড় ভাই রমজান আলী। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহতের স্ত্রী রাবেয়া বেগম বলেন, ‘রমজান আলী চার কন্যাসন্তানের জনক। তার ছোট মেয়ের বয়স মাত্র এক বছর। তার দেবরদের বিরুদ্ধে অভিযোগের পাশাপাশি সঠিক বিচার দাবি করেছেন।’

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, ‘ঘটনার পরপরই এলাকা পরিদর্শনসহ মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রমজান আলী মাদকাসক্ত হওয়ায় তার ভাইদের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শেষ বিস্তারিত বলা যাবে।’

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর