ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় মিথ্যা তথ্য দিয়েও কোনো প্রার্থী বৈধতা পেলে অভিযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
সোমবার (৬ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল আবেদন দাখিলের বুথ পরিদর্শনে এসে এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বাছাইয়ে বৈধ হয়েছে ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র। আর বাতিল হয়েছে ৭২৩টি মনোনয়নপত্র। সাবেক প্রধানমন্ত্রী (বেগম খালেদা জিয়া) মারা যাওয়ায় তার তিনটি মনোনয়নপত্র বাছাই করা হয়নি।
ইসি সচিব বলেন, বাছাইয়ে মনোনযনপত্র গ্রহণ বা বাতিল করে দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে যে ব্যক্তি বা সংক্ষুব্ধ প্রার্থী আপিল করতে পারবেন।
হলফনামায় মিথ্যা তথ্য কেউ দিয়েছে কিনা, তা আপনারা খতিয়ে দেখবেন কি-না- এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, হলফনামা যাচাই করেই তো সিদ্ধান্ত নিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। এরপরও কারো অভিযোগ থাকলে আবেদন দিতে পারবেন। যে কোনো ব্যক্তি কোনো বিষয়ে অভিযোগ দিতে পারবেন। শুনানি করে সিদ্ধান্ত হবে।
তিনি আরো বলেন, হলফনামা জমা দেওয়ার সময় কেউ বাধাপ্রাপ্ত হলে সে অভিযোগও করতে পারবেন। আমরা সেটা শুনানিতে নেবো। বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে সংক্ষুব্ধ হতে পারে। সকল অভিযোগই আমলে নেওয়া হবে। কেউ দ্বৈত নাগরিক হলে সে অভিযোগ আসবে বলেও প্রত্যাশা করেন সচিব।