Tuesday 06 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকার-বিরোধীদল মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান তারেক রহমান’

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৬ ১৬:৩৩ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৬ ১৮:০৬

-ছবি : সংগৃহীত

ঢাকা: সরকার ও বিরোধীদল সবাই মিলে একসাথে বাংলাদেশকে গড়ে তুলতে চান তারেক রহমান।

সোমবার (০৫ জানুয়ারি) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে এ কথা জানান জোটের শীর্ষ নেতা ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট-এর সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ।

তিনি বলেন, ২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি নতুন পরিস্থিতি ও সুযোগ তৈরি হয়েছে।‌

তিনি আরও বলেন, আওয়ামী লীগ স্বাধীনতা নিয়ে ব্যবসা করেছে। আর আগামীতে মুক্তিযুদ্ধ বিরোধীরা যাতে রাজনৈতিকভাবে ভূমিকা না রাখতে পারে সে বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।

বিজ্ঞাপন

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশানে রাজনৈতিক কার্যালয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিপিবি ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা শোক ও সমবেদনা জানাতে যান গুলশান কার্যালয়ে।

প্রসঙ্গত গত ৩০ সেপ্টেম্বর জানানো হয় যে, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ ১ অক্টোবর ২০২৫ থেকে পরবর্তী তিন মাস বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। যা এখনও বলবৎ রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর