ঢাকা: ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এনসিপি নেত্রী তাসনিম জারা তার বাতিল হওয়া মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন। এ সময় তিনি আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সোমবার (৫ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশন ভবনে ঢাকা অঞ্চলের বুথে আপিল আবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জারা।
তিনি বলেন, ‘ঢাকা-৯ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। সেটি গ্রহণ হয়নি। তাই আমরা আপিল করছি। মনোনয়নপত্রের বৈধতা পেতে আমরা আইনি লড়াই চালিয়ে যাবো।’
তাসনিম জারা বলেন, ‘আপনারা দেখেছেন মাত্র দেড় দিনের মাথায় প্রায় ৫ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সই দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, নিজেরাই স্বেচ্ছাসেবী হিসেবে বুথ করেছেন, ভলেন্টিয়ারিং করেছেন। এইটার প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের আইনি লড়াই চালিয়ে যাবো। যারা সই করেছেন এত অল্প সময়ে, উনারা চান আমি যাতে নির্বাচনে কনটেস্ট করতে পারি। সেজন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাবো।’
এর আগে শনিবার (৩ জানুয়ারি) ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়নপত্র বাতিল করেন। সেদিনই আপিল করার কথা জানান তরুণ এই চিকিৎসক। আপিলের প্রক্রিয়া শুরু করেছেন বলেও জানান।
সে সময় মনোনয়নপত্র বাতিলের কারণে হিসেবে জারা জানান, স্বতন্ত্র প্রার্থীদের সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের ১ শতাংশ ভোটারের সই নিতে হয়। এই এক শতাংশ ভোটারের সই চেয়েও আমি প্রায় ২০০ বেশি সই জমা দিয়েছি। সেখান থেকে নির্বাচন কমিশন ১০ জনের তথ্য যাচাই করতে গিয়েছিলেন, তার মধ্যে ৮ জনের তথ্য সঠিক পেয়েছেন, বাকি ২ জনের সত্যতা পাওয়া গেছে, তবে ওই দুজন ঢাকা-৯ এর ভোটার না। যদিও তারা জানতেন তারা ঢাকা-৯ এর ভোটার। তাদের ঠিকানা খিলগাঁও হলেও এলাকার কিছু অংশ ঢাকার আরেকটি আসনের সঙ্গে যুক্ত।
গত ২৭ ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন দলটিতে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবের দায়িত্বে থাকা তাসনিম জারা। ওইদিন সন্ধ্যায় ফেসবুক পোস্টে তিনি জানান, কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসাবে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ঢাকা-৯ থেকে নির্বাচনে অংশ নেবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আজ থেকেই আনুষ্ঠানিকভাবে আপিল কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষ্যে নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করেছে নির্বাচন কমিশন।
ইসি সূত্র জানায়, আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত প্রার্থী নিজে অথবা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী সংস্থা কিংবা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে আপিল করা যাবে।
মনোনয়ন সংক্রান্ত আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
মনোনয়ন ফিরে পেতে তাসনিম জারার আপিল
স্টাফ করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৬ ১৭:১৭ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৬ ১৯:১১
৫ জানুয়ারি ২০২৬ ১৭:১৭ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৬ ১৯:১১
সারাবাংলা/এনএল/এনজে