যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ওহাইও অঙ্গরাজ্যের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। রোববার (৪ জানুয়ারি) এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম সিএনএনের বরাতে এ তথ্য জানা গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (৫ জানুয়ারি) হামলার ঘটনা এবং বাসভবনের সম্পত্তির ক্ষয়ক্ষতির তদন্ত শুরু হয়েছে। এছাড়া একজন ব্যক্তিকে আটক করা হয়েছে।
মার্কিন সিক্রেট সার্ভিসের তথ্য অনুযায়ী, এ ঘটনায় একজন ব্যক্তিকে আটক করা হয়েছে। হামলার সময় ভ্যান্স পরিবার ওহাইওতে উপস্থিত ছিল না। ঘটনাটি মধ্যরাতের কিছু পরেই ঘটে।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে বাসভবনের জানালার ক্ষতিগ্রস্ত অবস্থা দেখা গেছে। সিক্রেট সার্ভিসের এক মুখপাত্র জানান, আটক ব্যক্তি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, যার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
একজন ফেডারেল আইনপ্রয়োগকারী কর্মকর্তা গণমাধ্যমকে জানান, তদন্তকারীরা খতিয়ে দেখছেন ওই ব্যক্তি ভ্যান্স বা তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে এই ঘটনা ঘটিয়েছিল কি না। তবে তাদের বিশ্বাস, ওই ব্যক্তি ভাইস প্রেসিডেন্টের বাসভবনের ভেতরে প্রবেশ করতে পারেনি।