ঢাকা: রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সার্বিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম ও উত্তর দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের বেলা সূর্যের উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ারও আভাস দেওয়া হয়েছে। ফলে ভোরের শীতের অনুভূতি থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা কিছুটা কমতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮০ শতাংশ, যা কুয়াশা সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করেছে। সোমবার (৫ জানুয়ারি) রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়াবিদরা বলছেন, শীত মৌসুমে আর্দ্রতা ও উত্তর দিকের বায়ুপ্রবাহের কারণে সকালে কুয়াশা ঘন হওয়া স্বাভাবিক ঘটনা। তবে দিনের তাপমাত্রা বাড়লে কুয়াশার প্রভাব ধীরে ধীরে কমে আসবে। তবুও সকালবেলা দৃষ্টিসীমা কমে যাওয়ার আশঙ্কায় সড়কপথে চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৬ মিনিটে এবং বুধবার (৭ জানুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে। দীর্ঘ রাত ও কুয়াশাচ্ছন্ন ভোরের কারণে শীতের অনুভূতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।