Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যয় হবে ২৪ হাজার ৬০৫ কোটি টাকা
জ্বালানি তেল আমদানিসহ ৯ ক্রয় প্রস্তাব অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৬ ১৮:৫৭ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৬ ১৯:৫৭

-ছবি : প্রতীকী

ঢাকা: জ্বালানি তেল আমদানিসহ ৯টি প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’। এতে মোট ব্যয় হবে প্রায় ২৪ হাজার ৪০৫ কোটি টাকা।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

বৈঠক শেষে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি-জুন পর্যন্ত সময়ের জন্য জি-টু-জি এর আওতায় মেয়াদি চুক্তির ভিত্তিতে বিভিন্ন দেশের ৭টি প্রতিষ্ঠানের থেকে জ্বালানি তেল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
প্রিমিয়ামসহ রেফারেন্স প্রাইস অনুযায়ী, এতে মোট ব্যয় হবে ১০ হাজার ৮২৬ কোটি ১১ লাখ টাকা।

ভারতের নুমালীগড় রিফাইনারী লিমিটেড (এনআরএল)-এর শিলিগুড়িস্থ মার্কেটিং টার্মিনাল থেকে দেশের পার্বতীপুর ডিপোতে ‘ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন’-এর মাধ্যমে চলতি বছরের জানুয়ারি-ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১ হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকা।

বিজ্ঞাপন

বৈঠকে রাষ্ট্রায়ত্ত ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড-এ প্রক্রিয়াকরণের জন্য সংযুক্ত আরব আমিরাত-এর ‘এডনক’ থেকে ৭ লাখ মেট্র্রিক টন অপরিশেধিত মারবান এবং সৌদি এরাবিয়ান অয়েল কোম্পানি আরামকো থেকে ৮ লাখ মেট্রিক টন এরাবিয়ান লাইট ক্রুড আমদানির দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে মারবান আমদানিতে ৫ হাজার ৫৪২ কোটি ৮৬ লাখ টাকা এবং এরাবিয়ান লাইট ক্রুড আমদানিতে ৬ হাজার ৩২০ কোটি ২২ লাখ টাকা ব্যয় হবে।

বৈঠকে অন্যান্য প্রস্তাবের মধ্যে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার সয়াবিন তেল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। থাইল্যান্ডের প্রতিষ্ঠান ‘প্রাইম কর্প ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেড’ এ তেল সরবরাহ করবে। প্রতি লিটার তেল ১৩১ টাকা ৪৭ পয়সা দরে বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ১৭৮ কোটি ৪৭ লাখ ৩৯ হাজার টাকা।

বৈঠকে স্থানীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এটি সরবরাহ করবে ‘মেসার্স পায়েল অটোমেটিক ফুড প্রসেসিং মিলস’। প্রতি কেজি ডাল ৭১ টকা ৮ পয়সা দরে এতে ব্যয় হবে ৭১ কোটি ৮৭ লাখ টাকা।

বৈঠকে সৌদি আরব-এর সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি’ থেকে ১৫তম লটে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন ৩৯০ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ১৯১ কোটি ৪১ লাখ ২০ হাজর টাকা।

এছাড়া বৈঠকে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি-এর স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ১৫৮ কোটি ৮৭ টাকা ব্যয়ের একটি পূর্তকাজের প্যাকেজ এবং আরেকটি প্রকল্পের ৩১ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ের পূর্তকাজ সম্পাদনে ঠিকাার নিয়োগের প্রস্তাব নুমোদন দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর