Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন নিয়ে সন্দেহ ও সংশয় ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার: প্রেস সচিব

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৬ ২০:১৭ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৬ ২১:৫১

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম – ছবি : সংগৃহীত

ঢাকা: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়ে যারা এখনও সন্দেহ ও সংশয় ছড়াচ্ছেন, তাদের সরকার নজরদারিতে রেখেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, নির্বাচনের আর ৩৫ দিনের মতো বাকি রয়েছে। যারা শঙ্কা ছড়াচ্ছেন আপনারা তাদের অতীত সম্পর্কে অবগত রয়েছেন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে বড় তিনটি ইভেন্ট হাদির জানাজা, তারেক রহমানের দেশে ফেরা এবং খালেদা জিয়ার জানাজা কোনও ঝামেলা ছাড়া সম্পন্ন হয়েছে। এর ফলে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়ে সরকারের আত্মবিশ্বাস বেড়েছে। তাই নির্বাচনের বিষয়ে ভিত্তিহীন সন্দেহ ছড়ানো অর্থহীন। তিনি আরও বলেন, নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। যারা দায়িত্ব পালন করবেন তাদের ৭০ শতাংশের প্রশিক্ষণ ইতোমধ্যেই শেষ হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, পোস্টাল ব্যালটে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। অনলাইনের মাধ্যমে শেষ পর্যন্ত ১৫ লাখ ৩৩ হাজার ৬৩৩ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতর থেকে ৭ লাখ মানুষ নির্বাচনে সরাসরি ভোট দিতে পারবেন না, কারণ তারা বিভিন্ন দায়িত্ব পালন করছেন। প্রেস সচিব বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জন্য সরকারের পক্ষ থেকে জোরালো প্রচারণা চালানো হবে। গণভোটের পক্ষে প্রচারণা চালাতে ১০টি ক্যারাভান বিভিন্ন স্থানে যাচ্ছে। আগামীতে আরও ২০টি ক্যারাভান বাড়ানো হবে। পর্যায়ক্রমে ৪৯৫টি উপজেলাতেই প্রচারণার গাড়ি যাবে।

শফিকুল আলম বলেন, মঙ্গলবার ধর্ম উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করেছেন। এই সময় ধর্ম মন্ত্রণালয়ের পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের উর্ধবতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সারাদেশের মসজিদের ইমামদের প্রচারণা চালানোর আহ্ববান জানানো হয়েছে। মসজিদ মকতবের পাশাপাশি অন্যা্ন্য ধর্মভিত্তিক প্রতিষ্ঠানেও হ্যাঁ ভোটের পক্ষে সচেতনতা সৃষ্টি করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর