Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৬ ১০:০৮ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৬ ১১:৪৭

নওগাঁ: উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁর উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। দিন যতই যাচ্ছে বাড়ছে এ জেলায় শীতের তীব্রতা। তাপমাত্রার পারদ উঠানামা করছে ৬ থেকে ১১ ডিগ্রির ঘরে।

নওগাঁর বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য মতে, বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯ টা পর্যন্ত জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। মঙ্গলবার (৬ জানুয়ারি) এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১১ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে চারপাশ। উত্তরের হিমেল বাতাস শীতকে বাড়িয়ে তুলেছে কয়েকগুন। দিনে ঠিকমতো দেখা মিলছেনা সূর্যের। ঘন মেঘ এবং কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে চারপাশ।

বিজ্ঞাপন

নওগাঁর বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক মোহাম্মদ হামিদুল হক বলেন, ‘জেলায় আজ সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমের সর্বনিম্ন। আকাশে মেঘ এবং বাতাস থাকায় শীতের তীব্রতা বেশি। আগামী কয়েকদিন তাপমাত্রা কেমন থাকবে তা এই মূহুর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না।’

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর