বিশ্বকাপের বাকি আর মাত্র একমাস। টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করল নিউজিল্যান্ড। ইনজুরিতে থাকা, পিতৃত্বকালীন ছুটির অপেক্ষায় থাকা ক্রিকেটারদের নিয়েই ১৫ সদস্যের দল ঘোষণা করল কিউইরা।
২০২৫ সালে আন্তর্জাতিক টি-২০তে নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা মারা টিম রবিনসন দলে জায়গা পাননি। স্কোয়াডে জায়গা পাওয়া দুই পেসার লকি ফার্গুসন ও ম্যাট হেনরি টি-২০ বিশ্বকাপ চলাকালে কিছুদিন পিতৃত্বকালীন ছুটিতেও থাকতে পারেন।
ফার্গুসন ও হেনরি দুজনেই পায়ের পেছনে পেশির চোট সারিয়ে পুরো ফিট হয়ে ওঠার পথে আছেন। চোট থেকে পুরোপুরি সেরে ওঠার অপেক্ষায় থাকা ফিন অ্যালেন, মার্ক চাপম্যান ও অধিনায়ক মিচেল স্যান্টনারও আছেন স্কোয়াডে।
নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এক বিবৃতিতে জানিয়েছে, চোটে থাকা সব ক্রিকেটারই ‘পরিকল্পনা অনুযায়ী পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে আছেন এবং টুর্নামেন্ট শুরুর আগে ফিট হয়ে উঠবেন।
গ্রুপ পর্বের ম্যাচে স্পিনবান্ধব ভেন্যু মাথায় রেখে বোলিংয়ে স্পিন আক্রমণও শক্তিশালী করা হয়েছে। দুই বিশেষজ্ঞ স্পিনার স্যান্টনার ও ইশ সোধির পাশাপাশি মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্রর মতো স্পিন বোলিং অলরাউন্ডার রাখা হয়েছে দলে।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলংকায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড ‘ডি’ গ্রুপ থেকে চারটি ম্যাচ খেলবে। এর মধ্যে তিনটি ম্যাচই তারা খেলবে চেন্নাইয়ের স্পিনবান্ধব উইকেট চিদাম্বরম স্টেডিয়ামে।
টি-২০ বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ আফগানিস্তান, কানাডা, দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাত। চেন্নাইয়ে ৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড স্কোয়াড- মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট ও ইশ সোধি। রিজার্ভ: কাইল জেমিসন