ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ গণঅধিকার পরিষদের (জিওপি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসান আল মামুন এ বৈঠকে অংশগ্রহণ করবেন।
বুধবার (৭ জানুয়ারি) সকালে গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ দুপুরে বিএনপি চেয়ারপার্সন জনাব তারেক রহমানের সঙ্গে গণঅধিকার পরিষদ-জিওপির নেতারা মতবিনিময় করবেন। বৈঠকের মূল আলোচনার বিষয়গুলো এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা হওয়া সম্ভব।’