Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ বিশ্বকাপ ২০২৬
স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশের গ্রুপ সঙ্গী নেপাল

স্পোর্টস ডেস্ক
৭ জানুয়ারি ২০২৬ ১৪:২৯

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল নেপাল

বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছিলেন তারা। টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে এবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল এশিয়ার দেশ নেপাল।

ভারত ও শ্রীলংকাতে অনুষ্ঠিত এবারের টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ সিতে পড়েছে নেপাল। সাফল্যময় বাছাইপর্বের স্কোয়াড থেকে বাদ পড়েছেন কুশল মাল্লা ও পেসার মোহাম্মদ আদিল আলম। দলে অন্যতম চমকের নাম শের মাল্লা।

নেপালের তারকা লেগ স্পিনার সন্দীপ লামিচানেও আছেন বিশ্বকাপ দলে। দলে ফিরেছেন ব্যাটার বশির আহমেদ। এছাড়াও দলে আছেন দীপেন্দ্র সিং আইরে, কুশল ভুরতেল, আসিফ শেখ, কারান কেসি, গুলশান ঝারা।

টি-২০ বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলবে নেপাল। যেখানে তাদের গ্রুপসঙ্গী বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও ইতালি। ৮ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু নেপালের বিশ্বকাপ মিশন।

বিজ্ঞাপন

নেপালের টি-২০ বিশ্বকাপ স্কোয়াড :
রোহিত পাউদেল (অধিনায়ক), দীপেন্দ্র সিং আইরে, সন্দীপ লামিচানে, কুশাল ভুরতেল, আসিফ শেখ, সন্দীপ জোরা, আরিফ শেখ, বশির আহমেদ, সোমপাল কামি, কারান কেসি, নান্দান যাদব, গুলশান ঝা, লালিত রাজবংশী, শের মাল্লা, লোকেশ বাম।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

ভিডিও এডিটিং করার ফ্রি এআই টুল
৮ জানুয়ারি ২০২৬ ১৭:৩৪

আরো

সম্পর্কিত খবর