নরসিংদী: নরসিংদীর পলাশে মুদি ব্যবসায়ী মনি চক্রবর্তীকে (৪২) গুলি করে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জেলা পূজা উদযাপন ফ্রন্ট।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য, নিহত মনির স্বজন, এলাকাবাসীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ে মনি চক্রবর্তী হত্যাকারীদের চিহ্নিত করাসহ তাদের বিচারের দাবি জানান। আর সকল ব্যবসায়ীসহ সাধারণ মানুষের নিরাপত্তার দাবি জানান এছাড়া দ্রুতসময়ে হত্যাকারীদের গ্রেফতার না করলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
নরসিংদী পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দীপক কুমার বর্মণ প্রিন্সের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, নরসিংদী পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক দীপঙ্কর সাহা রানা, সঞ্জয় ধর, নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদ হোসেন চৌধুরী সুমন, অ্যাডভোকেট তুষার মিত্র, রায়পুরা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র দাস, যুগ্ম সম্পাদক সঞ্জয় সাহা ও বাদল বনিকসহ অন্যান্যরা।
এর আগে, সোমবার (৫ জানুয়ারি) রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে নিজ বাড়ির পাশে দুর্বৃত্তের গুলিতে খুন হয় মনি চক্রবর্তী।