ঢাকা: রাজধানী ঢাকায় ল্যাব স্থাপন করে অবৈধ আইফোন তৈরির অভিযোগে তিন চীনা নাগরিককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ওই ল্যাব থেকে বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার (ডিবি-মিরপুর) মহিউদ্দিন মাহমুদ সোহেল এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর খিলক্ষেতে অবৈধ আইফোন তৈরির ল্যাবের খোঁজ পেয়ে আমরা অভিযান চালাই। এরপর সেখান থেকে বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশ উদ্ধারসহ তিনজন চীনা নাগরিককে আমরা গ্রেফতার করি।’
ডিবির এই কর্মকর্তা বলেন, ‘তারা বৈধ ভিসা নিয়ে দেশে এসে অবৈধ কাজে জড়িয়ে পড়ে। দেড় বছর ধরে তারা এই কাজ করে আসছে। তারা অন্য কোনো অপরাধে জড়িত আছে সেটা তদন্ত দেখব।’
বাংলাদেশি ব্যবসায়ীরা জড়িত আছে কিনা এই প্রসঙ্গে মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, ‘আমরা তাদের জিজ্ঞাসাবাদে বাংলাদেশি কয়েকজন ব্যবসায়ীর সংশ্লিষ্টতা পেয়েছি। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। তদন্তের স্বার্থে আমরা তাদের নাম জানাতে পারছি না।’