Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীতার্তদের পাশে পিরোজপুর জেলা পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৬ ১৪:৪৭

কম্বল বিতরণ করছেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। ছবি: সারাবাংলা

পিরোজপুর: পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমেই প্রকৃত অর্থে জনতার পুলিশ হয়ে উঠতে পারে— এই প্রত্যয় নিয়ে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াল পিরোজপুর জেলা পুলিশ।

বুধবার (৭ জানুয়ারি) দিবাগত গভীর রাতে, যখন মানুষ ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জেলা পুলিশের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে পিরোজপুর শহরের বিভিন্ন স্থানে ছিন্নমূল ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।

রাতের আঁধারে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত মানুষদের খোঁজ নিয়ে তাদের হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, ‘পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষায় সীমাবদ্ধ নয়। মানুষের প্রতি সহানুভূতি ও মমতা নিয়েই পিরোজপুর জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও পুলিশ পরিবারের পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা আরও জোরদার করা হবে।’

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সদর থানার অফিসার্স ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও সদস্যরা।

মানবিক এই উদ্যোগে শীতার্ত মানুষদের মধ্যে স্বস্তি ও আনন্দের ছাপ লক্ষ্য করা যায়। তারা জানান, গভীর রাতে পুলিশের এমন সহানুভূতিশীল উপস্থিতি তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করেছে।

জনস্বার্থে ও মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে পিরোজপুর জেলা পুলিশের এই উদ্যোগ সাধারণ মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে এবং পুলিশের প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় করেছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর